গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে : বোমা নিষ্ক্রিয়করণ দল
রাজধানীর সাইন্স ল্যাবের ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
আজ রোববার (৫ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে বের হয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের ইনচার্জ ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহ এ তথ্য জানান।
রহমত উল্লাহ বলেন, ‘যেকোনো ভাবে ভবনে গ্যাস জমা হতে পারে। সেটা সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসও হতে পারে।’
আজ সকাল ১০টা ৫২ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।