গ্যাস বেলুন ব্যবহারে মনিটরিংয়ের আবেদন ডা. সামন্ত লাল সেনের
গ্যাস বেলুন ব্যবহারের বিষয়ে মনিটরিংয়ের আবেদন করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধের সুস্থতা ও ছাড়পত্র দেওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ আবেদন জানান।
এ সময় তিনি বলেন, ‘আমরা দেখেছি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই গ্যাস বেলুন বিস্ফোরণে আহত অনেক রোগী আসেন। অনেকে মারাও যান। তাই আপনাদের প্রতি আকুল আবেদন বিষয়টি মনিটরিং ব্যবস্থা নিবেন। এতে করে এ ধরনের ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।’