গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেয়ালধস-অগ্নিকাণ্ড, নিহত ১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দেয়াল ধসসহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দেয়ালচাপায় ঘটনাস্থলেই রানী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ এবং আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এরই মধ্যে দগ্ধ ও আহত ব্যক্তিদের মধ্যে কয়েক জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, আজ সকালে ফতুল্লার লাল খাঁ এলাকার একটি ভবনে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের দেয়াল ধসে পড়ে। ধসে পড়া দেয়ালে চাপা পড়ে রাণী নামের এক গৃহবধূর মৃত্যু হয়। এ বিস্ফোরণে পাশের বাড়িসহ একাধিক দোকানের ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, আজ সকালে রান্না করার জন্য চুলায় আগুন জ্বালালে রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।