গ্যাস সংকটে সিইউএফএলে উৎপাদন বন্ধ
গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিইউএফএলের উৎপাদন বন্ধ হয়।
আজ বুধবার সকালে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল হক জানান, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে, তখনই কারখানাটি চালু করা হবে। তবে, কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না। জানা গেছে, সিইউএফএল-এর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং কয়েক দিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
এর আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গেল রোববার রাতে কারখানা চালু করা হলেও এবার গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করা হলো। ফলে প্রতিদিন প্রায় পৌনে দুই কোটি টাকার বেশি লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে, সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।