গ্রিসে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত
গ্রিসে অবস্থানকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। এখন থেকে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমশক্তিও নেবে তারা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানী সংকটের প্রেক্ষিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর কম্বোডিয়া সফরকালে সেদেশের অব্যবহৃত ভূমি লিজ নিয়ে কৃষিকাজ করার প্রস্তাব দিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া মালয়েশিয়াতে আবারও শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে। দুই সপ্তাহ পর বাংলাদেশ থেকে জনশক্তি নেবে তারা।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। ভবিষ্যতের কথা ভেবে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে।’