গ্রেপ্তার নেতাকর্মীদের বাসায় গেলেন আব্দুস সালাম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার বিএনপির নেতাদের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আজ শনিবার বিকেলে তিনি শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাসায় বাসায় যান। এ সময় তিনি গ্রেপ্তার হওয়াদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সমবেদনা জানান।
আবদুস সালাম গ্রেপ্তার নেতাকর্মীদের পরিবারের সব সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। এ সময় পরিবারের অনেককে আবেগ তাড়িত হতে দেখা যায়।
আবদুস সালামের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সত্তার, কদমতলী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মীর হোসেন মিরু, শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েলসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।