ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৪ ফেরি
ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে ছোট-বড় মিলে চারটি ফেরি।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।
জিল্লুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় পাটুরিয়ায় পাঁচটি,দৌলতদিয়ায় সাতটি এবং মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর ক্রমান্বয়ে অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান জিল্লুর রহমান।