ঘরে ঢুকে মা দেখেন, ফ্যানে ঝুলছে ছেলের লাশ
রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়ার একটি বাসা থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তিলপাপাড়ার ২১ নম্বর রোডের ৬৩৫ নম্বর বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর সিয়াম (১৬) একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতো। এর পাশাপাশি সে লেখাপড়াও করত বলে পরিবার জানিয়েছে।
দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আয়েশা ইনূর কনক। তিনি বলেন, ‘তবে কী কারণে সিয়াম আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।’
পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, ‘ভোরে সিয়ামের মা নিলুফা বেগম ঘুম থেকে জেগে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। তিনি ঘরে ঢুকে দেখেন, সিয়াম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। তারপর পুলিশে খবর দেওয়া হয়।’
লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছে পুলিশ।