ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল বাইকআরোহী তিন বন্ধুর
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজলোর রুহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (১৭), একই গ্রামের আব্দুর রশীদের ছেলে আসাদুল (১৮) ও চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন (১৯)। তারা তিনজন বন্ধু।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। রুহুলী কবরস্থানের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে হারিয়ে একটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তিনজন।
পরে স্থানীয়রা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, তিনজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ না পেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।