ঘূর্ণিঝড় মোখা : দুর্গতদের পাশে থাকবে ছাত্রলীগ
আসন্ন অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় আক্রান্ত হলে সেসব মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রলীগ। আজ শুক্রবার (১২ মে) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্রসমাজের আস্থার ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় কেউ আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়াবে এই সংগঠন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে, অগ্নিকাণ্ড বা ভবন ধসে উদ্ধারকাজ চালিয়ে, মহামারী করোনাকালীন সময়ে অসহায়-অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে, কৃষকের ধান কেটে নিরাপদে ঘরে পৌঁছে দিয়ে ছাত্রলীগ সমাজ ও মানুষের প্রতি তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছে।
ঘূর্নিঝড়ে নেতাকর্মীদের করণীয় কী হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মীরা ঘূর্ণিঝড়প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে, সচেতনতামূলক প্রচারণা চালিয়ে, মাইকিং করে সহযোগিতা করবে। এ ছাড়া শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে মানুষের পাশে থাকবেন।
ঘূর্ণিঝড় পরবর্তী কাজের বিষয়ে বলা হয়েছে, নেতাকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করে, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে এবং স্থানীয় প্রশাসন গৃহীত কার্যক্রমে সহযোগিতা প্রদান করে পাশে থাকবে।