চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন।
পুরান ঢাকার চকবাজারের দেবীদাসঘাট লেনে আজ সোমবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় জন নিহত হয়।