চট্টগ্রামের সড়কে গেল ৩ প্রাণ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হন। আজ শনিবার (৪ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদ (৩২), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮)।
প্রত্যক্ষদর্শী সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থলে কক্সবাজারে দিকে যাওয়া বিজিবির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আরও কয়েকজন আহত হন। তারা সবাই লেগুনার যাত্রী।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’