চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এর আগে গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং রোববার পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় আরও ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহর এলাকায় চারজন এবং উপজেলা এলাকাগুলোতে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাউজানের সর্বোচ্চ ৪৯ জন ও সীতাকুণ্ডের ৩১ জন রয়েছেন। অন্যদিকে, গ্রাম এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সব কিছু স্বাভাবিক হওয়ার কারণে মানুষের মধ্যে সচেতনতা কমেছে। মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। মহানগর ও উপজেলায় দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষার মধ্যে শহর এলাকায় ২৭৯ জন ও উপজেলা এলাকাগুলোতে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৫ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ১৩৯ জনের।