চট্টগ্রামে করোনায় আরও ১৭ জনের প্রাণহানি
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন নগরীর আর বাকি ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গতকাল মৃতের সংখ্যা ছিল ১৮ জন।
আজ বুধবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মহানগর ও উপজেলায় দুই হাজার ৭৯২টি নমুনা পরীক্ষার পর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১৫ জনের।
এর মধ্যে শহর এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৯৩২ জনে।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৪৩৬ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন নগরের বাসিন্দা ও ১৯ হাজার ৪৭২ জন বিভিন্ন উপজেলার।