চট্টগ্রামে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১১৪
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম শহর এলাকার আট জন ও বিভিন্ন উপজেলার নয় জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগর ও উপজেলায় তিন হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষার মধ্যে শহর এলাকায় ৭১২ জন ও উপজেলাগুলোতে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাটহাজারীতে ৮৯ জন, রাউজানে ৫৩ জন ও ফটিকছড়িতে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গ্রাম এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৮ হাজার ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।