চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ
চট্টগ্রামের বন্দর এলাকার একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে বন্দর থানার কলসী দিঘী পাড়ের ‘ইমাম ভবন’-এ এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলো- মো. রয়েল, তাঁর স্ত্রী নাজু আকতার, রয়েলের ভাই শিপন, রয়েলের ছেলে জিহাদ ও মেয়ে লামিয়া। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলাউদ্দীন তালুকদার আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন দগ্ধ হয়। প্রতিবেশীরা রাত সাড়ে ৩টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসে।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুই শিশুর অবস্থা আশঙ্কামুক্ত। বাকিদের শরীরে দগ্ধের মাত্রাও বেশি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।