চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় ব্যাপক দুর্ভোগ পড়ে নগরবাসী।
বন্দরনগরী চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট ও বাকলিয়ার পাশাপাশি আগ্রাবাদ হালিশহর এলাকার বিশাল এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া নগরীর ষোলশহর, চাক্তাই খাতুনগঞ্জসহ নগরীর বিভিন্ন নিচু এলাকা জলজট তৈরি হয়েছে প্রকটভাবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় নালা-নর্দমা খনন ও বাঁধ নির্মাণ ও নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় খাল ভরাট হয়ে যাওয়া অতি বর্ষণে পানি না সরার দুর্ভোগে পড়েছে নগরবাসী।
নগরীর বেশ কয়েকটি এলাকায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে ডুবে যায়।
নগরীর বহদ্দারহাট এলাকার সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়ির আশপাশের লোকজন জানান, শুধু নগরপিতার বাড়ি নয়, আশপাশের সড়কসহ বহদ্দারহাট ও বাকলিয়ার বিশাল এলাকা জুড়ে কয়েক বছর ধরে সৃষ্টি হচ্ছে প্রকট জলাবদ্ধতা।
মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও জলাবদ্ধতার কারণে রেকর্ড পরিমাণ পানির কারণে দুর্ভোগ বেড়েছে মানুষের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিমাত্রায় বৃষ্টি, পর্যাপ্ত নালা-নর্দমা না থাকায় জলাবদ্ধতা নতুন নতুন এলাকায় বিস্তৃত হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পাঁচ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে খাল খনন, সম্প্রসারণ ও উন্নয়নে মেগা প্রকল্পের পাশাপাশি একাধিক সংস্থা ১১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলছে নগরীতে।