চট্টগ্রামে টেম্পো উল্টে কিশোরের মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো উল্টে (টিকটিকি) মোহাম্মদ সাগর (২০) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার সকালে বোয়ালখালীতে টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।