চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর আজ শুক্রবার ভোরে তিনজন মারা যান।
নিহত তিনজন হলেন অটোরিকশার চালক অহিদ, নির্মাণ শ্রমিক মান্নান ও শহিদ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন নির্মাণ শ্রমিকেরা। এ সময় বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পর আজ শুক্রবার ভোরে অটোরিকশার চালক অহিদ, নির্মাণ শ্রমিক মান্নান ও শহিদ মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, বালুবাহী ট্রাকচাপায় আহতদের হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার চালকসহ তিনজন মারা যান। আহত আরো চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।