চট্টগ্রামে দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু
দুর্ঘটনায় আহত হওয়ার পর দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে চির বিদায় নিলেন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সামিনা আক্তার। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে তার মৃত্যু হয়।
নগরীর কাজীর দেউড়িতে চট্টগ্রাম ক্লাবের সামনে গত মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হন ডা. সামিনা আক্তার। কর্মস্থল থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে পেছন থেকে ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশা। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সিএনজিচালিত অটোরিকশার চালক গ্রেপ্তার হলেও তার কোনো লাইসেন্স ছিল না বলে জানায় পুলিশ।
ডা. সামিনা ইউএসটিসি থেকে এমবিবিএস পাস করে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কাজ করতেন। তার স্বামীও চিকিৎসক। দুই সন্তান নিয়ে নগরীর মেহেদীবাগ এলাকায় থাকেন তারা।