চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় ডাম্প-ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়। অন্যদিকে, মহানগরীর সরাইপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের চালকসহ আরোহী যুবক নিহত হয়েছেন।
লোহাগাড়ায় নিহতদের মধ্যে তৌহিদ নামে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত পাঁচবছর বয়সী শিশুর নামপরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাম্প-ট্রাক একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।
এদিকে, দুপুর দেড়টার দিকে মহানগরীর সরাইপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের চালকসহ আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সরাইপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।