চট্টগ্রামে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় বিপরীতমুখী যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ি উল্টে বৃহস্পতিবার বিকেলে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত মো. ফারুক (৩৫) বান্দরবানের আলীকদম উপজেলার মনির আহমদের ছেলে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদেরকে লোহাগাড়া ও চকরিয়ার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। অপরদিকে গাড়ির চালকসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার পর নিহত ফারুককে তাৎক্ষণিক লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ৬ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলো সাতকানিয়া কেরাণীহাট এলাকার নুরুল ইসলামের ছেলে শিশু রিয়াদ (৭) ও শিশুটির বাবা নুরুল ইসলাম, একই এলাকার ছৈয়দ আহমদের ছেলে মফিজ (৩০), বান্দরবান সদরের আব্দুল হান্নানের মেয়ে ইসমা (২৯), বান্দরবান সদরের ফকির আহমদের ছেলে এরফান উদ্দিন (১৭), একই জেলার আলীকদমের সজেলা মং এর ছেলে থিংছং মং (২৩)।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।