চট্টগ্রামে ৮৫ লাখ গাছের চারা রোপনের উদ্যোগ
চট্টগ্রামের উপকূলীয় এলাকা, ঝুঁকিপূর্ণ পাহাড়সহ পনেরটি উপজেলায় এ বছর ৮৫ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে নগরীর সার্কিট হাউস এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্, নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল আলম ও ওমর ফারুক।
চট্টগ্রাম উত্তর বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ জানান, বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার পাশাপাশি বিভিন্ন উপজেলায় সামাজিক বনায়নের মাধ্যমে ৮৫ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হচ্ছে। চলতি বছরে বনায়নের লক্ষ্যমাত্রা অর্জনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় একরপ্রতি সামাজিক বনায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বনবিভাগ।