চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান নিয়োগ
চট্টগ্রাম ও পায়রা বন্দরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে বদলি করা হলো। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে নোবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। আর চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে নৌবাহিনী থেকে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে বদলি করা হয়েছে।