চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার জন্য ২০৪টি কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এইএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা খুব শিগগিরই ঘোষণা করবেন বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এসএসসি পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ড সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নপত্রে ৫০ নাম্বারের উত্তর করতে হবে। প্রশ্নপত্র তৈরি, প্রিন্টিং, প্যাকেজিংসহ বিভিন্ন জেলার ২০৪টি কেন্দ্রে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছে।’