‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই, ডিএনএ টেস্ট করা হোক’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দাবি করেছেন, চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নেই, বিষয়টি নিয়ে বিএনপির নেতারা মিথ্যাচার করছে; চন্দ্রিমা উদ্যানে কার কবর ইতিহাসের স্বার্থেই সেটা নির্ধারিত হওয়া উচিত।
জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের এক আলোচনা সভায় আজ রোববার আ ক ম মোজাম্মেল হক এমন মন্তব্য করেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমানের লাশ পাওয়া যায়নি। কফিনের মধ্যে কী ছিল, কোনো মানুষ ছিল, নাকি অন্য কিছু ছিল আল্লাহ মালুম। আমরা জানি না, একটা কাঠের বাক্স আপনারা সেখানে দাফন করেছেন কি না।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের কবর মনে করে মানুষ যদি গিয়ে শ্রদ্ধা জানাতে থাকে, এটা হতে পারে না। ইতিহাসের স্বার্থেই কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। এটা ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে, ডিএনএ টেস্ট করা হোক। যদি প্রমাণ হয়, জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইব।’