চর দখলের মতো ভোটকেন্দ্র দখল করা হয়েছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করে ইভিএম দিয়ে কারচুপি করা হয়েছে। বহু কেন্দ্রে ইভিএমে নৌকা ছাড়া কোনো প্রতীক রাখেনি। মানুষ ভোট দিতে গিয়ে দেখে যে, শুধু নৌকায় ভোট পড়ছে। অনিয়ম, ভোট জালিয়াতি ও পেশিশক্তির বিষয়ে অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।’ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘গত শনিবার দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভায় আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। সিরাজগঞ্জের শহীদগঞ্জে জনগণের ভোটে বিজয়ী আমাদের কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খানকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তরিকুলের হত্যাকারী এখনো গ্রেপ্তার করা হয়নি।’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের দূরদর্শিতা, দেশপ্রেম, সাহস, বীরত্ব, সততা, দক্ষতা, কর্মক্ষমতা, পরিকল্পনা, জনঘনিষ্ঠতা, ঔদার্য্য, আড়ম্বরহীনতা—সবকিছুই কিংবদন্তি হয়ে আছে। হি ওয়াজ নট অনলি এ ভিশনারি লিডার, হি ওয়াজ এ ম্যান অব অ্যাকশন। তাঁর সবচেয়ে বড় অবদান, তিনি এই জাতিকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছিলেন। স্বাধীনতা-সার্বভৌমত্বের সঙ্গে বাংলাদেশ ও জিয়াউর রহমান একাকার হয়ে গিয়েছিলেন। সেই কারণে জিয়া, জিয়ার দর্শন, জিয়ার ধানের শীষ বাংলাদেশের মানুষের কাছে আজও এত প্রিয়।’
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৫তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে দলীয় কর্মসূচি নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী।