চলন্ত বাস থেকে ফেলে হত্যায় বাসচালক রিমান্ডে
গাজীপুরে অতিরিক্ত ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিলে চাকায় পিষ্ট হন তিনি। গতকাল বৃহস্পতিবার এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার ওই বাসের চালকের সহকারী হীরা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে হীরা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম লাবনী আক্তারের আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চালক শফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গাজীপুরের শিববাড়ি মোড় এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সায়েম (২০) নামের এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় হীরা মিয়া ও চালক শফিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালতে হাজির করার পর হেলপার হীরা মিয়া আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। আদালত রিমান্ড শুনানি শেষে বাসচালকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, বাসটির রুট পারমিট ছিল না। তা ছাড়া ওই বাসের গ্রেপ্তার করা চালক শফিকুল ইসলামের ড্রাইভিং লাইসেন্সও নেই। শিক্ষানবিশ লাইসেন্স নিয়েই তিনি ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন।
জিএমপির সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে যাওয়ার জন্য জোড়পুকুর থেকে তাকওয়া পরিবহণের একটি বাসে উঠেন সায়েম । পথে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাসচালকের সহকারী হীরা মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে সায়েমকে শিববাড়ি মোড়ে না নামিয়ে বেপরোয়া গতিতে চান্দনা চৌরাস্তার দিকে নিয়ে যেতে থাকেন চালক ও হেলপার। কিছু দূর যাওয়ার পর জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কের এশিয়া ফার্নিচারের সামনে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে সায়েমকে নিচে ফেলে দেন হেলপার হীরা মিয়া। বাস থেকে নিচে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন সায়েম।
তখন বাসটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বাসসহ শফিকুল ইসলাম ও হীরাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় নিহত সায়েমের বাবা আবু সাঈদ বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চালক ও হেলপারকে।