চলে গেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাট্যজন মলয় ভৌমিক এ খবর নিশ্চিত করেছেন।
বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে।
এর আগে গত ২১ আগস্ট ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাসান আজিজুল হককে ভর্তি করা হয়। সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেন তিনি।
বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই হাসান আজিজুল হকের হার্টে সমস্যা ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন।
সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। ২০১৯ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
জানাজা মঙ্গলবার
রাবি সংবাদদাতা জানান : উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জানাজা আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে৷ জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে৷
জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক। তিনি জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হবে। বাদ জোহর জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে৷