চাঁদপুরে অগ্নিকাণ্ডে অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাজারের প্রায় অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার পরে চরভৈরবী বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও চরভৈরবীর বাসিন্দা শিমুল চোকদার বলেন, ‘মুহূর্তেই পাশের সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেল ও সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে আশপাশের অন্তত আরও প্রায় ৫০টি ছোট-বড় দোকান আগুনে পুড়ে যায়।’
শিমুল আরও বলেন, ‘এ সময় বেশির ভাগ দোকান বন্ধ ছিল। এ ছাড়া যেসব দোকানে লোকজন থাকতেন, তাদের বেশির ভাগ তখন নামাজে ছিলেন। এ জন্য প্রাণহানির খবর পাইনি।’
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার সরদার বলেন, ‘আগুনের সূত্রপাত হওয়া ইসলামীয়া হোটেলের পাশে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় দুই কোটি টাকার মালামাল ছিল। এর মধ্যে জেলেদের জন্য পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের সুতা জাল ছিল। সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।’
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু, সেখানে সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেলের দোকান থাকায় মুহূর্তেই অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।’
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়ায় যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী এনটিভি অনলাইনকে বলেন, ‘ভোরে নামাজের পরপর আগুন লাগে। মুহূর্তেই সব পুড়ে যায়। এতে বাজারের ৭০টি দোকান মালিকের প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।