চাঁদপুরে আপন ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে দুই মামা গ্রেপ্তার
চাঁদপুরে আপন ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে কচুয়া উপজেলার দুই যুবককে (আপন মামা) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ সিপিসি ২-এর কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেপ্তারকৃত যুবকরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার জুনাসার গ্রামের শিপন ও মফিজুল। তাদের কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, জুনাসার গ্রামের শিপন তার আপন ভাগ্নি ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী ভাগ্নি গর্ভধারণ করলে ওই কিশোরীর মা শিপনের ভাই মফিজুলকে বিষয়টি জানান। পরে শিপন ও মফিজুল ভুক্তভোগী কিশোরী ভাগ্নিকে চাঁদপুর থেকে কুমিল্লার লাকসামে একটি ভাড়া বাড়িতে রাখে এবং বিভিন্ন ওষুধ সেবন করিয়ে মৃত সন্তান গর্ভপাত করায়। পরে কিশোরীর পরিবারকে বিষয়টি কাউকে না জানানোর নির্দেশ এবং বিভিন্ন হুমকি দেয় শিপন ও মফিজুল। ধর্ষণের ঘটনার প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবারটি র্যাব-১১ সিপিসি ২-এ অভিযোগ করে। ভাগ্নিকে ধর্ষণের ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে র্যাব কিশোরীর আপন মামা শিপন ও মফিজুলকে গ্রেপ্তার করে।
শিপন ও মফিজুলের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয় বলে জানায় র্যাব। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কচুয়া থানার পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।