চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গ্রেপ্তার ৩১
চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৩১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
এ সময় ১২০ কেজি ইলিশ, চার কোটি ৬১ লাখ আট হাজার ৭৫০ বর্গমিটার কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করা হয়। এর মধ্যে একটি নৌকা প্রকাশ্যে নিলামে ৪০ হাজার টাকা বিক্রি করা হয়।
গ্রেপ্তার জেলেরা হলেন- সবুজ বেপারী (২০), মোক্তার হোসেন (২৪), রুবেল সৈয়াল(২০), তুহিন (১৯), সাব্বির দেওয়ান (১৯), আল আমিন (১৯), রাব্বি গাজী (১৯), মোয়াজ্জেম (২২), জালাল সরকার (৪৮), ইমরান সরকার (১৯), রাজিব প্রধান(২০), ওয়াস করনী(১৯) ও কামরুল (১৯)।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ১৮ জেলে হলেন- জহির (২৭), আজিজুল (২০), জসিম হালদার (৩২), রশিদ বেপারী (৪০), জহির হাওলাদার (৩৩), রাব্বি (২০), লিটন হাওলাদার (৪০), ইয়াছিন (৫০), আমির হোসেন (৪০), মনির হোসেন (২৮), জহির গাজী (৪৫), মাসুদ তালুকদার (৪০), নাইম (১৫), সুকুর আলী (৬৫), বিপ্লব (৩৬), আব্দুল সোবান(৫২), সুমন মুন্সি(৫০) ও শাহ আলম(৩০)।
ওসি কামরুজ্জামান বলেন, ‘অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনার মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরানবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অবশিষ্ট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘নৌ-পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাল প্রকাশ্য জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’