চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের বিএনপি কার্যালয় ও মনিরা ভবনের সামনে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানেগ্যাস এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ঢুকে তল্লাশি চালায়। তল্লাশিকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসবাদের পর ছেড়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল একটি ট্রাকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। রাস্তা অবরোধ করে সমাবেশ করলে পুলিশ বাধা দিতে গেলেই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানেগ্যাস ছোড়ে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্য আহত হয়। সমাবেশে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘সংর্ঘষের সময় স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের ছোড়া ইট পাটকেলে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, ‘রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’