চাঁদপুরে ১ কোটি ৩৬ লাখ মিটার জালসহ ৩৯ জেলে আটক
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৩৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় মাছ ধরার ১২টি নৌকা, ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
আটক ৩৯ জেলের মধ্যে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকীদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়।
এদিকে, নৌপুলিশের অভিযানে জেলেরা ইটপাটকেল ও বাঁশ নিয়ে হামলা করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে আহতের সংখ্যা নিশ্চিত করে কিছু জানায়নি নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ‘মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলেদের আক এবং জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জেলে প্রতিবন্ধী কিশোর হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়’।
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।