চাঁদপুরে ৮ গৃহহীন পরিবার পেল পুলিশের ঘর
চাঁদপুরে আট গৃহহীন পরিবারকে বসবাসের ঘর দিয়েছে জেলা পুলিশ। মুজিববর্ষ উপলক্ষ্যে উপহার হিসেবে এ ঘর তুলে দেওয়া হয়। এখন থেকে ঘরহীন ওই আট পরিবার জমির মালিকও।
গতকাল রোবববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন। একই সময়ে চাঁদপুর জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন তিনি।
ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ চাঁদপুর জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যেরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন ।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, পুলিশের সহযোগিতায় চাঁদপুরের আট উপজেলায় একটি করে ভূমি ও আশ্রয়হীনদের মধ্যে প্রায় তিন শতক জমিসহ আটটি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই হস্তান্তর করা হয়। প্রতিটি ঘরে দুটি বেড, একটি ডাইনিং এবং একটি বারান্দা রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘চাঁদপুর সদরের ঘরটি মৈশাদী ইউনিয়নের শেখেরহাটে। ঘরটি মৃত সাত্তার দর্জির ছেলে ইউনুস দর্জির কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গৃহহীন ইউনুস দর্জি ঘরটি পেয়ে অত্যন্ত খুশি।’