চাঁদা না পেয়ে আশুলিয়ায় সাতজনকে কুপিয়ে জখম
চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় সাভার উপজেলা পরিষদের একটি স্যুয়ারেজ ড্রেনের কাজ পান ঠিকাদার শাহিন পালোয়ান। এতে ওই ঠিকাদার কাজ শুরু করলে কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী খ্যাত ফারুক আহমেদ চাঁদা দাবি করেন।
পরে ওই ঠিকাদার ও তাঁর লোকজন চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা ঠিকাদারের সাতজন লোককে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় আহতরা হলেন শামিমা পারভীন, আশরাফুল ইসলাম আসিফ, আসলাম পারভেজ জিসান, ইয়াহিয়া নুর শাওন, কাওসার পালোয়ান, ইমরান পালোয়ান, নাসরিন আক্তার। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি ফারুককে আহমেদকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি, সন্ত্রাসী ফারুকের অত্যাচারে তাঁরা অতিষ্ট হয়ে পড়েছে। তাঁরা এই সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’