চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গনকা মিল্কীর সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও গোপালগঞ্জের মোহাম্মদ সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০)। তারা বারঘরিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ওই দুই শিক্ষার্থী দুপুরে ইনস্টিটিউট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উপরে এলে সোনামসজিদগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তাঁরা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে আসার পথে তাঁরা মারা যান।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনার পর পলিটেকনিক ইনস্টিটিটিউটে শোকের ছায়া নেমে এসেছে।