চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৮
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ব্যাংক কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালকসহ একাধিক পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন চাকরির ভুয়া নিয়োগপত্র, আটটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন এনায়েত খান, কাওসার আলী, কাজী হাবীব, সেলিম আহামদ, ফয়েজ উল্লাহ, জালাল উদ্দিন তালুকদার, মো. সাগর ও সুলতান মাহমুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আলী নামের এক ভুক্তভোগী গত ৭ সেপ্টেম্বর বাদী হয়ে মিরপুর মডেল থানায় এনায়েত খান, কাওসার আলী ও কাজী হাবিবসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এনায়েত খানের সঙ্গে একই ভবনে বাস শওকত আলীর। শওকত আলীর ছেলে এবং তার ভায়রার ছেলেকে সাউথইস্ট ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ভাইবা পরীক্ষার নাটক সাজায় এনায়েত। পরে ব্যাংকের নিয়োগপত্র দেওয়ার কথা বলে ডোনেশন বাবদ ১০ লক্ষ টাকার দাবি করে এনায়েত। পরবর্তীতে শওকত আলী নয় লাখ টাকা এনায়েত খানের হাতে তুলে দেন। কিন্তু, এনায়েত খান নিয়োগপত্র না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে শওকত আলী মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ব্যাংক কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালকসহ একাধিক পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।