চান্দিনায় ১০ জুয়াড়ি গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহিচাইল ইউনিয়নের ঘাটিগড়া গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দারোরা গ্রামের মো. মামুন সরকার (২৫), কংগাই গ্রামের অমর চন্দ্র সরকার (২৯), আব্দুল জলিল (২৪), মহিচাইল গ্রামের নূরুল ইসলাম (৩৮), পুনসাই গ্রামের মো. ওয়াসিম (৩২), কেশরা গ্রামের সাইদুল ইসলাম (২৮), হোসেনপুর গ্রামের সোহেল মজুমদার (৩৫), সাইদুল ইসলাম (৩৫), আলীম মজুমদার (২৫) ও শওকত হোসেন (১৯)।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান আহমেদ জানান, চান্দিনা ও দাউদকান্দি থানায় কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান এবং ওই ১০ জনকে আটক করেন।
আজ দুপুরে এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, এদের সবার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।