চার ঘণ্টা পর মধ্যরাতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ সচল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে দুর্ঘটনাকবলিত ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি চার ঘণ্টা পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ট্রেনটি আবারও যাত্রা শুরু করে।
এর আগে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি সোহাগী রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনের একটি যন্ত্রাংশ খুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ইঞ্জিনের ওই বিশেষ পার্টসের সঙ্গে স্লিপারের ঘর্ষণে বিকট শব্দ হতে থাকে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন। ফলে, ময়মনসিংহ-চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের কন্ট্রোল রুম থেকে আজ শনিবার সকাল ৬টার দিকে এ খবর জানানো হয়েছে।
এর আগে ময়মনসিংহ রেল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী নায়েম সরকার শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বলেছিলেন, ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ‘বিজয় এক্সপ্রেস’ রাত ৯টার দিকে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। খবর পেয়ে রাতেই উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি সাড়াতে কাজ শুরু করে। এ সময়ের মধ্যে ময়মনসিংহ-চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।