চিকিৎসক শাকিরসহ দুজন রিমান্ডে
রাজধানীর রামপুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চিকিৎসক শাকির বিন ওয়ালীসহ দুজনের পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান আসামি দুজনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের অন্য আসামি হলেন শাকিরের সহযোগী আবরারুল হক ভিলা। এর আগে গত বুধবার রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান মামলা করেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন।