চীন আরও ছয় লাখ টিকা উপহার দিচ্ছে
বাংলাদেশকে আরও ছয় লাখ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উপহার দিচ্ছে চীন।
আজ শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেনকে ফোনে বিষয়টি জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরে ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের করোনাভাইরাসের সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।
এর আগে ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এর নয়দিন পর নতুন আরও ছয় লাখ টিকা দেওয়ার ঘোষণা এলো।
দেশে গত ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।