চুয়াডাঙ্গায় অবৈধ যান চলাচল বন্ধ না হলে পরিবহণ ধর্মঘটের হুমকি
চুয়াডাঙ্গায় শিগগিরই অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছে জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান লাভলু এ পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেন।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় কমিটির সদস্য সচিব রিপন মণ্ডল, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি আলী রেজা সজল ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামসহ বাস-ট্রাক মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি রুট ও খুলনা পথে যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ সারা দেশের সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, ২০১০ সালে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি চলচাল নিষিদ্ধ করা হয়েছে।