চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলজগন্নাথপুরে সানারুল ইসলাম (২৩) নামে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার আলমডাঙ্গা উপজেলার রেলজগন্নাথপুর গ্রামে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গার পারকুলা গ্রামের দাইপাড়ার ঝড়ু মন্ডলের ছেলে। আলমডাঙ্গায় একটি হোটেলে কাজ করতেন সানারুল।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ধারণা করা হচ্ছে রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে এই যুবক। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।