চুয়াডাঙ্গায় তাপদাহে দুর্বিষহ জনজীবন, তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি
চুয়াডাঙ্গায় টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আজ বুধবার (১২ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সহজে দেখা মিলছে না বৃষ্টির। সকালে সূর্য ওঠার পরই তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। চলমান তাপদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া নিমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছে না কৃষক ও দিনমজুররা।