চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ, বেড়েছে রোগীর সখ্যা
চুয়াডাঙ্গায় এবার মাঝারি থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে। এতে হাসপাতালে বেড়েছে রোগীর সখ্যা।
আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে চুয়াডাঙ্গাতেই আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
এদিকে তীব্র গরমের কারণে মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। একটানা তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিটস্ট্রোক, হৃদরোগ, ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়াসহ গরমজনিত রোগবালাই বেড়ে গেছে।
চুয়াডাঙ্গায় ১০০ শয্যার সদর হাসপাতালে আজ আন্তবিভাগে অন্তত ২৭০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ আকরাম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগই গরম জনিত রোগে আক্রান্ত।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।