চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক স্কুলছাত্র নিহত এবং এক আরোহী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতরা আপন দুই ভাই। নিহত ছাত্রের নাম শুভ (১৭) এবং আহতজনের নাম লিমন (১৫)। তারা দামড়হুদা উপজেলার চিতলা গ্রামের টোটন আলীর ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, শুভ ও লিমন একটি মোটরসাইকেলে করে মাঠ থেকে বাড়ি ফেরার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। সেই সময় ওই পথে চলা একটি আলমসাধু তাদের গায়ের ওপর ওঠে গেলে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।