চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বারসহ দুজন আটক
পাঁচটি স্বর্ণের বারসহ (৫৮১ গ্রাম) দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে শহরের ঝিনাইদহ বাস স্ট্যান্ড এলাকায় ফরিদপুর থেকে চুয়াডাঙ্গার দামুড়হুদাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের কামরুল হাসান জুয়েল (৩৫) ও আরিফ হোসেন (৪৮)।
পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল–মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।