চোরাই ডিজেল রেখে পালাল কারবারিরা
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দিনগত রাতে জেলার মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় চোরাই ডিজেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
আজ রোববার বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নির্দেশে মতলব দশআনি লঞ্চঘাট এলাকায় থেকে এক হাজার লিটার (৫ ব্যারেল) চোরাই ডিজেল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘পরবর্তী সময়ে জব্দ করা চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’