ছাত্রদলের মিছিলে মুখরিত ফার্মগেট থেকে আগারগাঁও
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ শুক্রবার ছাত্রদল নেতাকর্মীদের মিছিল ও শোডাউনে মুখরিত হয় রাজধানীর ফার্মগেট থেকে আগারগাঁও এলাকা।
শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদল কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সকাল ৯টার পর থেকে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন।
এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটসহ সাবেক ও বর্তমান ছাত্র নেতাকে নিজেদের বলয়ের নেতাকর্মীদের নিয়ে শহিদ জিয়ার মাজারে ঢুকতে দেখা যায়।
সকাল সাড়ে ৯টার পর থেকে চন্দ্রিমা উদ্যানে একে একে ঢুকতে থাকে নারায়ণগঞ্জ মহানগর, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন হাজার হাজার নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন আশপাশের এলাকা। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তোলেন তাঁরা।